নাচোলে বিশেষ অভিযানে ৫ মাদকসেবী আটক
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবীকে আটক করা হয়েছে

নাচোল প্রতিনিধিঃচাঁপাইনবাবগঞ্জের নাচোলে থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫ মাদকসেবীকে আটক করা হয়েছে।
১৬ সেপ্টেম্বর রাতে নাচোল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন দেশীয় চোলাই মদ(মাদক) সেবীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন:নাচোল উপজেলার নেজামপুর ইউপির হাটবাকইল গ্রামের মুসলেমউদ্দীনের ছেলে আলমগীর হোসেন(৫০), একই গ্রামের মমত কাদির বক্সের ছেলে ফরহাদ হোসেন(৩০), রফিকুল ইসলামের ছেলে কাবুল ইসলাম(২০), মৃত বহার আলীর ছেলে সনোয়ার হোসেন(৪২) ও নাচোল ইউপির হাঁকরইল গ্রামের রজব আলীর ছেলে ওয়াসিম আলী(৩৯)।
নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি)মনিরুল ইসলাম জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে আজ ১৬ সেপ্টেম্বর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৫ জন দেশীয় চোলাই মদ(মাদক) সেবীকে আটক করা হয়। আজ বুধবার তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে। ধারাবাহিকভাবে এ অভিযান অব্যাহত থাকবে।