চাঁপাইনবাবগঞ্জে স্কুলপর্যায়ে টাইফয়েড টিকা দেয়া শুরু
চাঁপাইনবাবগঞ্জে ৪ লাখ ৯৭ হাজার ১৫৭ শিশুকে টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে ৪ লাখ ৯৭ হাজার ১৫৭ শিশুকে টাইফয়েড টিকা প্রদান কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকালে জেলাশহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের টিকা দিয়ে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
এসময় সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুহাম্মদ মশিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক গোলাম মোস্তফা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক শুকলাল বৈদ্যসহ জেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সামাদ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. ফারহানা হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এর আগে সিভিল সার্জন জানিয়েছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ৪ লাখ ৯৭ হাজার ১৫৭ শিশুকে টাইফয়েড টিকা দেয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এর মধ্যে শিক্ষপ্রতিষ্ঠান পর্যায়ে ৩ লাখ ৪০ হাজার ৯০০ জন ও কমিউনিটি পর্যায়ে ১ লাখ ৫৬ হাজার ২৫৩ জনকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়।
তিনি আরো জানান, ১৮ কার্যদিবসের প্রথম দুই সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানে এবং পরের দুই সপ্তাহ ১ নভেম্বর থেকে কমিউনিটিতে গিয়ে টিকা দেয়া হবে। এই ক্যাম্পেইন সফল করতে এরই মধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং দক্ষ জনবলের পাশাপাশি স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।