নাচোলে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আবুল হোসেন নাচোল প্রতিনিধি:আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপন নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নাচোল থানার অফিসার ইনচার্জ মনিরুল ইসলাম, তদন্ত কর্মকর্তা শওকত আলী, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দুরুল হুদা, সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সাধারণ সম্পাদক, আবু তাহের খোকন, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিকুল ইসলাম, নেজামপুর ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল হক, পৌর জামায়াতের আমীর মনিরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, পল্লী বিদ্যুৎ কর্মকর্তা আব্দুর রহিমসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
এছাড়াও উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুধেন চন্দ্র বর্মন, সাধারণ সম্পাদক আশীষ কুমার চক্রবর্তী, ফায়ার সার্ভিস ইনচার্জ, আনসার বাহিনীর কর্মকর্তা, উপজেলার ১৬টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় দুর্গাপূজা চলাকালীন আইনশৃঙ্খলা ও সার্বিক নিরাপত্তা বজায় রাখতে বিশেষ দিকনির্দেশনা প্রদান করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য-মসজিদে আজান ও নামাজের সময় ঢাক-ঢোল বাজনা বন্ধ রাখা,মন্দিরে নেশাগ্রস্ত অবস্থায় প্রবেশ না করা,আশেপাশে যানজট এড়াতে কার্যকর ব্যবস্থা গ্রহণ,সিসি ক্যামেরা সার্বক্ষণিক চালু রাখা,পুলিশ, আনসার ও ফায়ার সার্ভিসের সক্রিয় টহল জোরদার করা,নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা এবংযথাসময়ে শান্তিপূর্ণভাবে প্রতিমা বিসর্জনের ব্যবস্থা করা।
সভায় উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের নয়, এটি আমাদের সার্বজনীন উৎসব। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রেখে সকলের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন সম্ভব হবে।
আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নাচোলে ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে বলে সভায় জানানো হয়।