দীঘিনালা খুদ্দামুল কুরআন প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ
খাগড়াছড়ি দীঘিনালা ইক্বরা হিফজুল কুরআন মহিলা মাদ্রাসায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে ২৫ দিনব্যাপী কোরআন শিক্ষা প্রশিক্ষণ কোস অনুষ্ঠিত হয়।

মোঃ হাচান আল মামুন দীঘিনালা খাগড়াছড়ি প্রতিনিধি:খাগড়াছড়ি দীঘিনালা ইক্বরা হিফজুল কুরআন মহিলা মাদ্রাসায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে ২৫ দিনব্যাপী কোরআন শিক্ষা প্রশিক্ষণ কোস অনুষ্ঠিত হয়।
আজ বুধবার বিকাল ৫ টায় ইক্বরা হিফজুল কোরআন মহিলা মাদ্রাসায়,খুদ্দামুল কুরআন শিক্ষা প্রশিক্ষণে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ প্রদান করা হয় ।
এইতো উপস্থিত ছিলেন এলাকার সম্মানিত ইমাম ও খতীব, মক্তবের শিক্ষক, সামাজিক ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি।
স্কুলগামী শিক্ষার্থীদের কুরআন ও ফরজে আইন দীন শিক্ষা নিশ্চিত করা এবং প্রতিটি এলাকায় মক্তব প্রতিষ্ঠার করার লক্ষ্যে খুদ্দামুল কুরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড মুয়াল্লিমা প্রশিক্ষণের আয়োজন করে।
নারীরা পরিবারের প্রধান শিক্ষিকা। কুরআনের শিক্ষা তাদের সন্তানদের সঠিকভাবে লালন-পালনে সহায়তা করে। একজন শিক্ষিত মা সন্তানদের ইসলামিক মূল্যবোধ, নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা দিতে সক্ষম হন।
নারীরা যদি কুরআনের প্রকৃত শিক্ষা অর্জন করে, তাহলে তারা সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হয়। তাদের দ্বারা একটি আদর্শ সমাজ গঠিত হতে পারে।
প্রতিবছরের মতো এ বছরও ইক্বরা হিফজুল কুরআন মহিলা মাদ্রাসায় খুদ্দামুল কোরআন বাংলাদেশ কোন শিক্ষা বোর্ডের তত্ত্বাবধানে ২৫ দিনব্যাপী কোরআন শিক্ষা প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয় । এ প্রশিক্ষণে ২৭ জন নারী অংশগ্রহণ করে। ২৭ জন এর মধ্যে ১৯ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়।
উত্তীর্ণ হওয়া ১৯ নারীকে খুদ্দামুল কুরআন বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ডের সনদ তুলে দেওয়া হয় ।