আওয়ামী লীগ-বিএনপি'র দ্বন্দ্বে ককটেল বিস্ফোরণ নয়-মাটিকাটার দ্বন্দ্বেই চলে দু'পক্ষের ককটেল বিস্ফোরণ: পুলিশ সুপার

চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে মহানন্দা নদী থেকে অবৈধ মাটি কাটা ও বালু তোলা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে একাধিকবার হামলা, ককটেল বিস্ফোরণ ও পাল্টা মামলা হয়েছে। এই সংঘর্ষ রাজনৈতিক নয় বরং স্থানীয় আধিপত্য ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে ঘটেছে।

আওয়ামী লীগ-বিএনপি'র দ্বন্দ্বে ককটেল বিস্ফোরণ নয়-মাটিকাটার দ্বন্দ্বেই চলে দু'পক্ষের ককটেল বিস্ফোরণ: পুলিশ সুপার

বদিউজ্জামান রাজাবাবু স্টাফ রিপোর্টার: চাঁপাইনবাবগঞ্জের ইসলামপুরে মহানন্দা নদী থেকে অবৈধ মাটি কাটা ও বালু তোলা নিয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে একাধিকবার হামলা, ককটেল বিস্ফোরণ ও পাল্টা মামলা হয়েছে। এই সংঘর্ষ রাজনৈতিক নয় বরং স্থানীয় আধিপত্য ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে ঘটেছে।

সোমবার (১৪ জুলাই) বেলা ১১.৩০ মিনিটে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মো. রেজাউল করিম।

পুলিশ সুপার বলেন, ‘দফায় দফায় ককটেল বিস্ফোরণ, হামলা ও ঘরবাড়ি লুটপাট মারধরের ঘটনা রাজনৈতিক নয়। অপরাধীরা যেই রাজনৈতিক দলেরই হোক না কেন, তাদের আইনের আওতায় আনা হবে। নদী থেকে বালুতোলা ও মাটিকাটাকে কেন্দ্র করে করে এসব ঘটনায় চারটি মামলা হয়েছে বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার বলেন, বালু-মাটি কাটাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে দেখা দেয় দ্বন্দ্বের। এরই জের ধরে দফায় দফায় সংঘর্ষ শুরু হয়। এরপর গত ১১ জুলাই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। একটি পক্ষ জিয়া মেম্বার ও আরেকটি পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সাংবাদিক ফারুক। দুটি পক্ষেই আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা রয়েছেন। তবে এসব ককটেল বিস্ফোরণ ও পাল্টাপাল্টি হামলার ঘটনায় চারটি মামলা হয়েছে। এসব মামলায় আসামিদের গ্রেফতার করতে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

পুলিশ সুপার রেজাউল করিম বলেন, এসব ঘটনায় কোনো রাজনৈতিক সম্পৃক্ততা না থাকলেও একটি কুচক্রী মহল রাজনৈতিক ট্যাগ দিয়ে অপপ্রচার চালাচ্ছে; যা অত্যন্ত দুঃখজনক। দুপক্ষের মধ্যে একাধিকবার হামলা, ককটেল বিস্ফোরণ ও পাল্টা মামলা হয়।