চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত 

প্রতিনিধিঃদুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃদুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’— এই স্লোগানকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ জেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিসহ উপজেলা পর্যায়েও দিবসটি পালন করা হয়। দিবসের আলোচনা অনুষ্ঠান থেকে তরুণ প্রজন্মকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো, নিজেদের দুর্নীতি মুক্ত থাকা এবং পরিশুদ্ধ রাখা, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্নীতি মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের আহ্বান জানান বক্তারা।

সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন এবং বেলুন উড্ডয়ন করা হয়।

পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সবাইকে দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ। তিনি বলেন, নিজেকে পরিশুদ্ধ করতে পারলে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব। তিনি তরুণ প্রজন্মকে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন— পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। তিনি বলেন, রাষ্ট্রের অগ্রগতির অন্তরায় হচ্ছে দুর্নীতি। সেই দুর্নীতি থেকে জেলা পুলিশ মুক্ত থাকবে।

আরো বক্তব্য দেন— দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তানভীর আহমেদ সিদ্দিকী, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মাওলানা আব্দুল মতিন। সূচনা বক্তব্য দেন— জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মসিউল করিম বাবু। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা কমিটির সহসভাপতি রোকসানা আহমদ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন— হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী সাফি শাহরিয়ার ভাষা ও নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী নেয়া রিসকাত নদী দিয়া।

এসময় সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদারসহ সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি অংশগ্রহণ করে