চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৭ বোতল জব্দ ভারতীয় মদ

চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্ত হতে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৪৭ বোতল জব্দ ভারতীয় মদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জের ফতেপুর সীমান্ত হতে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি।বৃহস্পতিবার ভোর ৫টার দিকে বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল মদগুলো জব্দ করে।

৫৩ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের ক্যাম্পপাড়া এলাকায় অভিযান চালায়। জায়গাটি সীমান্ত হতে ৪০০ গজ বাংলাদেশের ভেতরে। অভিযানে ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদ শিবগঞ্জ থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নসহ সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে বিজিবি সদস্যরা সর্বদা সচেষ্ট রয়েছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।