ছাত্রলীগ নিষিদ্ধে আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা
নবাবগঞ্জ সরকারী কলেজ চত্বর থেকে বের হয়ে একটি আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে
নিজস্ব প্রতিবেদন:আওয়ামীলীগের অংগ সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করে বুধবার (২৩ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করায় চাঁপাইনবাবগঞ্জে আনন্দ মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার বিকেলে নবাবগঞ্জ সরকারী কলেজ চত্বর থেকে বের হয়ে একটি আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, চাঁপাইনবাবগঞ্জ এর পক্ষ থেকে আনন্দ মিছিল এর আয়োজন করা হয়।
এসময় শিক্ষার্থীরা স্লোগান দেয়, 'এই মুহূর্তে খবর এলো, ছাত্রলীগ নিষিদ্ধ হলো', 'হৈ হৈ রৈ রৈ, সন্ত্রাসলীগ গেলি কই'।
এছাড়া আনন্দ মিছিলে 'ছাত্রলীগের চামড়া তুলে নেব আমরা',পালাইছে রে,পালাইছে, ছাত্রলীগ পালাইছে', 'আমার সোনার বাংলায়,সন্ত্রাসীদের ঠাঁই নাই'সহ শিক্ষার্থীদের নানা স্লোগানে মুখর আনন্দ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহরের শান্তিমোড়ে সমাবেশ করে। সমাবেশ শেষে আবার আনন্দ মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে নবাবগঞ্জ সরকারী কলেজের শহীদ মিনার চত্বরে এসে শেষ হয়।
এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোত্তাসিন বিশ্বাস,আল মাসুদুর সোহান, আকিব মিয়া,তানভীর হোসেন,রাতুল হাসান নিশান,সাব্বির হোসেনসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন,ছাত্রলীগ বিগত দিনে সারাদেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিরোধীদের উপর মামলা,হামলা,দখলবাজীসহ নানা অপকর্ম ও সন্ত্রাসী কার্যক্রম করেছে। বাংলাদেশের শিক্ষাঙ্গনগুলোতে সন্ত্রাস ও ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।
বক্তারা বলেন, ছাত্রলীগের সকল অপকর্ম বিবেচনা নিয়ে ছাত্রলীগকে নিষিদ্ধ করা অন্তর্বর্তীকালীন সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সাধারণ ছাত্র সমাজের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানানো হয়। আনন্দ মিছিল ও সমাবেশে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।