ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরস্ত্র ফিলিস্তিনদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ

ফিলিস্তিনে ইসরায়েলের বর্বর হামলার বিরুদ্ধে বেরোবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

তজিবুর রহমান:যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরস্ত্র ফিলিস্তিনদের ওপর ইসরায়েলের বর্বরোচিত হামলা ও ভারতের হিন্দুত্ববাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাধারণ শিক্ষার্থীরা। ইসরায়েলের বর্বরোচিত হামলা বন্ধের পাশাপাশি ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানোর জন্য মুসলিম নেতাদের প্রতি আহ্বান জানান তারা।

বুধবার (১৯ মার্চ) মুসলিম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিক্ষোভটি লালবাগ হয়ে পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল- আমিন বলেন, হে মুসলিম বিশ্বের নেতারা আপনারা কোথায়? ২০০ কোটি মুসলিম কোথায়? আপনারা কি আবাবিলের স্বপ্ন দেখেন? যদি সৃষ্টিকর্তা আবাবিল পাঠায় তাহলে আপনাদের উপরে ফেলায় দিবে। হে আরব বিশ্ব ১৯৭৩ সালে আপনারা তেল অবরোধ করেছিলেন। এখন করতে ইচ্ছে করে না? এখনো পশ্চিমাদের সঙ্গে বাণিজ্য করতে চান। পশ্চিমাদের সঙ্গে কীসের এতো আঁতাত।

জাতিসংঘকে উদ্দেশ্য করে তিনি আরো বলেন, আপনারা নাকি শান্তি স্থাপনকারী। তো এইগুলো আপনাদের শান্তি স্থাপনকারী? এই ধরনের সংগঠন থেকেও যদি ইসরায়েল বারবার আগ্রাসন চালায় তাহলে আপনাদের দরকার নেই। জাতিসংঘকে আমরা বয়কট করব। প্রয়োজনে মুসলিম বিশ্ব আলাদা জাতিসংঘ গঠন করবে। 

বেরোবি সমন্বয়ক জাহিদ হাসান জয় বলেন, ইসরায়েলি পণ্যগুলো আজ থেকে বয়কট করলাম। বাড়িতে আর তাদের পণ্য রাখবেন না।

ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের শিক্ষার্থী হেলাল বলেন, দিন দিন নিরীহ ফিলিস্তিনের ওপর বর্বর হামলা চালিয়েছে। এই হামলায় পশ্চিমাসহ কিছু আরব দেশ সাহায্য করেছে। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে হামলা চালিয়েছে তার নিন্দা জানাই। চারিদিকে যখন লাশ আর লাশ তারপরও আবর বিশ্ব এখনো ঘুমিয়ে আছে। শুধু দোয়ার মাধ্যমেই যদি সব হয়ে যেত, তাহলে উহুদ কিংবা বদরের প্রয়োজন ছিল না। সুতরাং সময় থাকলে ফিলিস্তিনের পাশে দাঁড়ান।