ইনস্টাগ্রামে নোটসে অডিও বার্তাও যুক্ত করা যাবে
ছবি ও ভিডিও বিনিময়ের পাশাপাশি সেগুলো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয় ইনস্টাগ্রাম
সহজে ছবি ও ভিডিও বিনিময়ের পাশাপাশি সেগুলো ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় ব্যবহারকারীদের কাছে খুবই জনপ্রিয় ইনস্টাগ্রাম। সহজে অনুসারীদের (ফলোয়ার) সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য ‘নোটস’ সুবিধাও রয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে। এবার নোটসের মাধ্যমে অডিও ক্লিপ পাঠানোর সুযোগ চালু করতে যাচ্ছে ইনস্টাগ্রাম।
নতুন এ সুবিধা চালু হলে নোটসে লিখিত বার্তার পাশাপাশি কথাও রেকর্ড করে পাঠানো যাবে। ফলে ইনস্টাগ্রাম অনুসারীদের কাছে বার্তাসহ নিজেদের মতামত বা অনুভূতি বর্তমানের তুলনায় ভালোভাবে প্রকাশের সুযোগ মিলবে। ইনস্টাগ্রামের ডিএম (ডিরেক্ট মেসেজ) বিভাগে থাকা বার্তাটি ২৪ ঘণ্টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে। শুধু তা-ই নয়, অনুসারীরা চাইলে বার্তায় মন্তব্য করার পাশাপাশি প্রতিক্রিয়াও দেখাতে পারবেন।
ইনস্টাগ্রামের তথ্যমতে, এ সুবিধার মাধ্যমে ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য বা পরামর্শ রেকর্ড করে অনুসারীদের কাছে পাঠাতে পারবেন। ব্যবহারকারীদের সঙ্গে অনুসারীদের স্বাচ্ছন্দ্যে যোগাযোগের সুযোগ দিতেই এ সুবিধা চালু করা হচ্ছে। এ বিষয়ে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন, অডিও নোটস চালুর জন্য কাজ চলছে। এ সুবিধার মাধ্যমে নোটসের মধ্যে অডিও বার্তা যুক্ত করে পাঠানো যাবে। এখনো এ সুবিধার পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়নি।
গত জুন মাসে নোটসে বার্তার সঙ্গে গান বা সুর ব্যবহারের সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম। ফলে অনুসরণকারীদের কাছে পাঠানো নোটস বার্তায় বিভিন্ন গান বা সুর যুক্ত করা যায়। এ সুবিধা চালুর পর বিশ্বজুড়ে ইনস্টাগ্রাম নোটস ব্যবহারকারীর সংখ্যা আরও বেড়েছে। ইনস্টাগ্রামের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, গত তিন মাসে ১০ কোটির বেশি কিশোর-কিশোরী ইনস্টাগ্রামের নোটস সুবিধা ব্যবহার করেছে।
সূত্র: জেডডিনেট