চাঁপাইনবাবগঞ্জে ফেন্সিডিলসহ দুইজন গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ ক সার্কেলের নিয়মিত অভিযানে ফেন্সিডিলসহ ২ ব্যক্তি গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ 'ক'সার্কেলের নিয়মিত অভিযানে ১৫০ বোতল ফেন্সিডিলসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আসামি হচ্ছে,চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন দাইপুকুরিয়া ইউনিয়নের মির্জাপুর মাদ্রাসাপাড়ার মৃত নৈমুদ্দিন আলীর ছেলে তোফাজ্জল (৪৬),চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানাধীন বারঘোরিয়া ইউনিয়নের লাহারপুর মোড়লপাড়ার রোকনুজ্জামান আলীর স্ত্রী শারমীন খাতুন (২৭)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের (ক) সার্কেলের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার ১৫০ বোতল ফেন্সিডিল ২জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায় : মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)'র চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আনিছুর রহমান খাঁন এর দিকনির্দেশনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ডিএনসি চাঁপাইনবাবগঞ্জ 'ক' সার্কেলের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ১২ জুন বুধবার ভোর সাড়ে ৬ টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন মহানন্দা বাসস্ট্যান্ড মোড়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় একটি অটোরিক্সায় তল্লাশী করে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার এবং দুইজনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
এ ঘটনায় সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে