চশমার কারণে নাকে গাঢ় দাগ হয়েছে?ঘরোয়া উপায়ে করুন ভ্যানিশ
অনেক সময় যে ব্যক্তির দৃষ্টিশক্তি কমে যায়, তাঁকে চশমা পরতে হয়। আর যখন কোনও ব্যক্তি নিয়মিত চশমা পরেন, তখন তাঁর নাকের দু’পাশে মোটা ও গাঢ় দাগ হয়ে যায়।

অনেক সময় যে ব্যক্তির দৃষ্টিশক্তি কমে যায়, তাঁকে চশমা পরতে হয়। আর যখন কোনও ব্যক্তি নিয়মিত চশমা পরেন, তখন তাঁর নাকের দু’পাশে মোটা ও গাঢ় দাগ হয়ে যায়। তাতে নাকের দু’পাশ দেখতে ভাল লাগে না। এ বার আর সেই দাগ নিয়ে কোনও চিন্তা করতে হবে না। কারণ কয়েকটি সহজ টোটকা কাজে লাগাতে পারলেই ওই দাগ হবে ভ্যানিশ।
আজকাল আশেপাশে ভাল করে দেখলে নজরে পড়বে অনেকে চশমা পরে থাকেন। ল্যাপটপ, কম্পিউটার, মোবাইলের স্ক্রিনে সকলেরই সময় কাটছে বেশি। এর ফলে দৃষ্টিশক্তির বিরাট ক্ষতি হয়। অনেকে আবার ঝাপসা দেখেন বলে চশমা পরেন। আর দিনের পর দিন চশমা পরার পর নাকের দুই পাশে দাগ গাঢ় হতে থাকে। কয়েকটি টিপস ঠিক করে কাজে লাগাতে পারলে ওই দাগ সহজেই দূর হবে।
শসা-শসার উপকারিতা বিরাট। রোজ যে ব্যক্তিরা চশমা পরেন, তাঁদের নাকের দু’পাশে দাগ হয়ে যায়। তাঁরা যদি সেই স্থানে শসার রস লাগান, তা হলে আস্তে আস্তে সেই দাগ কমে যাবে।
আলু-প্রথমে আলু ছোটো ছোটো করে কাটতে হবে। তারপর তা থেঁতো করতে হবে। সেখান থেকে রস বের করে নাকের দুই পাশে লাগাতে হবে। এই রস মিনিট দশেক লাগিয়ে রেখে ধুয়ে নিতে হবে।
অ্যালোভেরা জেল-নিয়মিত চশমা পরে নাকের দুই পাশে যে দাগ হয়ে যায়, তা তুলতে বেশ কার্যকরী অ্যালোভেরা জেল। তাই দাগ হওয়া জায়গায় যদি অল্প টাটকা অ্যালোভেরা জেল লাগাবেন, সেই দাগ দূর হয়ে যাবে।
কাঠবাদামের তেল-রেগুলার চশমা পরতে পরতে কারণে নাকের দুই দিকে দাগ হওয়া খুব অস্বাভাবিক নয়। সেই দাহ তুলতে সাহায্য করে কাঠবাদামের তেল। রোজ রাতে ঘুমনোর আগে এক মাস কাঠবাদামেপ তেল লাগাতে পারলে ভাল লাভ হবে।
মধু-যে কোনও দাগ কমাতে মধু বিরাট কার্যকরী। যদি কোনও ব্যক্তির চশমা পরার ফলে নাকের দুই দিকে মোটা দাগ হয়েছে, তাঁর উচিত সেখানে মধু লাগানো। তা হলে ধীরে ধীরে দাগ কমে যাবে।
সূত্র_tv9bangla