বুড়িচংয়ে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা

কুমিল্লার বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে

বুড়িচংয়ে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা

মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির ৪৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সমিতির চেয়ারম্যান মোঃ কবির হোসেন ভূইয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তানভীর হোসেন।

উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ রাসেল সারওয়ারের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মীর হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির, সমাজসেবা কর্মকর্তা আবদুল মান্নান, বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, বাংলাদেশ দলিল লেখক সমিতির বুড়িচং উপজেলা সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ভূইয়া, সাদকপুর সমবায় সমিতির সভাপতি মোঃ হাবিবুর রহমান জীবন এবং পয়াত সমবায় সমিতির ম্যানেজার মোঃ মিজানুর রহমান।

সভায় বক্তারা সমবায়ের মাধ্যমে গ্রামীণ অর্থনৈতিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সমবায় কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় বুড়িচং উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির আওতাধীন ৯৯টি সমিতির সভাপতি ও ম্যানেজারসহ উপজেলা পল্লী উন্নয়ন অফিসের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে ভালো ও সফল কার্যক্রম পরিচালনার জন্য কয়েকটি সমবায় সমিতিকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।