দুমকিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

দুমকিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার(১২ নভেম্বর) আসরের নামাজ শেষে পীরতলা বাজার জামে মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

‎দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা। মোনাজাত পরিচালনা করেন পীরতলা জামে মসজিদের খতিব মাওলানা সাইফুল্লাহ।

‎দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান মিন্টু, উপজেলা যুবদলের আহ্বায়ক জসিম উদ্দিন হাওলাদার, যুগ্ম আহ্বায়ক সহিদুল ইসলাম (সহিদ সরদার),স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ ওহিদুল হক,সদস্য সচিব মাসুদ আলম মৃধা, শ্রমিক দলের আহ্বায়ক আবু জাফর আকন, সদস্য সচিব ফারুক মৃধা,তাঁতী দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার, সদস্য সচিব জসিম উদ্দিন মিয়া,ওলামা দলের আহ্বায়ক মাসুম বিল্লাহ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক চাকলাদার গোলাম সারোয়ারসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‎এ ছাড়া জনতা কলেজ ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান ও সাধারণ সম্পাদক আল-আমিনসহ বিপুল সংখ্যক মুসল্লি ও বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

‎দোয়া মাহফিলে অংশগ্রহণকারীরা বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য, সুস্থতা এবং দেশের শান্তি–সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করেন।

‎অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের পারস্পরিক  সহযোগিতা ও ঐক্যের আহ্বান জানান।