পবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার

পবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মোনাজাত

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার  তাঁর সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(পবিপ্রবি) জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের  উদ্যোগে বুধবার (৩  ডিসেম্বর) আছর নামাজ বাদ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান,ট্রেজারার প্রফেসর মো: আব্দুল লতিফ।

‎বিশেষ অতিথি প্রো- ভাইস চ্যান্সলর প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান বলেন, দেশ আজ গভীর দু:খ ও সমবেদনায় আক্রান্ত। আমরা মহান রাব্বুল আলামিনের কাছে তার দ্রুত আরোগ্য কামনা করছি। 

‎প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন,"খালেদা জিয়া আজ প্রমান  করেছেন তিনি শুধু একজন মায়ের নাম নন,তিনি পুরো জাতির অভিবাবক।তার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারা দেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত।দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন।

‎তিনি বলেন,জাতীয়  ঐক্য ধরে রাখতে খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য।

‎দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ঈমাম হাফেজ মো:আবদুল কুদ্দুছ। উক্ত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউট্যাব পবিপ্রবি শাখার সভাপতি প্রফেসর ড.মোহাম্মদ মামুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও রেজিস্ট্রার প্রফেসর ড.মো: ইকতিয়ার উদ্দিন,সাংগঠনিক সম্পাদক ড. এবিএম সাইফুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি মো: আবুবকর সিদ্দিক,সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার,সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নান্টু,জিয়া পরিষদের ড. আমিনুল ইসলাম টিটো,মাহফুজুর রহমান সবুজ, আরিফুর রহমান, ড. রাহাত মাহমুদ,খায়রুল বাসার মিয়া,মো: শাহজালাল,রিয়াজ কাঞ্চন শহীদ, সুইন আহমেদ, লোকমান হোসেন মিঠু,মাহমুদ আল জামান,মেহেদী হাসান,পবিপ্রবি ছাত্রদলের সভাপতি জাহিদুল ইসলাম রাতুল,সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,শিক্ষক,কর্মকর্তা,শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।