দুমকীতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর দুমকীতে পরিবার পরিকল্পনা কর্মীরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন।

দুমকীতে পরিবার পরিকল্পনা কর্মীদের কর্মবিরতি

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি : পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রস্তাবিত নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর দুমকীতে পরিবার পরিকল্পনা কর্মীরা কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করেছেন। এতে পরিবার পরিকল্পনা সংক্রান্ত সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

‎বুধবার (৩ ডিসেম্বর) সকাল ১০টা থেকে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় চত্বরে পরিবার কল্যাণ সহকারী ও পরিবার পরিকল্পনা পরিদর্শকরা এ কর্মসূচি পালন করেন।

‎কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মকর্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, কমিউনিটি ক্লিনিক পরিচালনা, নিরাপদ প্রসব, নবজাতক সেবা, প্রজনন স্বাস্থ্য, টিকাদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। অথচ এতদিন পরও তাদের জন্য স্থায়ী ও স্বীকৃত নিয়োগবিধি প্রণয়ন না হওয়ায় তারা চরম হতাশায় ভুগছেন।

‎তারা আরও বলেন, ২০২৪ সালের প্রস্তাবিত নিয়োগবিধিটি মাঠপর্যায়ের কর্মীদের ন্যায্য অধিকার। এটি দ্রুত বাস্তবায়ন না হলে আগামী ১১ ডিসেম্বরের পর থেকে তারা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবেন। সরকার সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেন তারা।

‎অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোহাম্মদ মাইনুল ইসলাম এবং পরিবার কল্যাণ পরিদর্শিকা আসমা আক্তার।