দুমকিতে ধর্ষণ গাজীপুরে গ্রেপ্তার-ডিএনএ পরীক্ষার নির্দেশ

পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় এক মাসেরও বেশি সময় ধরে আসামি পলাতক থাকার পর অবশেষে ধরা পড়েছেন

দুমকিতে ধর্ষণ গাজীপুরে গ্রেপ্তার-ডিএনএ পরীক্ষার নির্দেশ

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় এক মাসেরও বেশি সময় ধরে আসামি পলাতক থাকার পর অবশেষে ধরা পড়েছেন নাঈম হোসেন খাঁন (২৭)। গাজীপুরের বাসন থানা এলাকায় গা ঢাকা দিলেও শেষ রক্ষা হয়নি তার।

‎গতরবিবার রাতে গাজীপুর জেলার বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পুলিশের একটি বিশেষ দল। এ অভিযানে অংশ নেয় পটুয়াখালীর দুমকি থানা পুলিশ, গাজীপুর র‌্যাব ও বাসন থানা পুলিশ। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাকে শনাক্ত করা হয়।

‎গ্রেপ্তার হওয়া নাঈম হোসেন খাঁন পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের আ. রহমান খানের ছেলে।

‎মামলার বাদীর কোলে রয়েছে ৮ মাস বয়সী এক শিশু, যার পিতৃত্ব নিয়েই মূল বিরোধ। গত ২৪ জুন ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)–এর ৯(১) ধারায় দুমকি থানায় মামলা করেন।

‎দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন গণকন্ঠ কে বলেন, ‘প্রযুক্তিগত সহায়তায় আমরা তাকে গ্রেপ্তার করেছি। আদালতের নির্দেশে ডিএনএ পরীক্ষার মাধ্যমে শিশুটির পিতৃত্ব যাচাই করা হবে।