শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষে দুমকীতে বিএনপির সভা ‎

দুর্গাপূজা-২০২৫ কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুমকি উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনের লক্ষে দুমকীতে বিএনপির সভা  ‎

‎মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ দুর্গাপূজা-২০২৫ কে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুমকি উপজেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৩টায় উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপির সভাপতি খালিলুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাওলানা মতিউর রহমান, মুরাদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি তারিকুল ইসলাম তারেক খান, লেবুখালী ইউনিয়ন বিএনপির সভাপতি খালেক হাওলাদার, আংঙ্গারিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী মুহিবুল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ আলম মৃধা, তাঁতী দলের আহ্বায়ক মাসুদ হাসান সরদার, দুমকি নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম সহিদ সরদার প্রমুখ। এছাড়াও দুমকি উপজেলা পূজা মণ্ডপ কমিটির সাধারণ সম্পাদক রিপন কুমার শীল, লেবুখালী মন্দিরের প্রতিষ্ঠাতা সভাপতি উত্তম গোঁসাই, আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা পূজা মণ্ডপের সভাপতি স্বপন গাইন, উত্তর মুরাদিয়া পূজামণ্ডপ কমিটির সভাপতি অজিত কুমার দাস, দুমকি নতুন বাজার পূজা মণ্ডপের সাধারণ সম্পাদক গোকুল কুমার দাশসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

‎বিএনপি নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব ধর্মের মানুষের সহাবস্থান ও ধর্মীয় স্বাধীনতায় দৃঢ়ভাবে বিশ্বাসী। শারদীয় দুর্গাপূজা যাতে আনন্দঘন পরিবেশে ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়, সে জন্য বিএনপির পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।