দুমকিতে নানীকে ধর্ষণের পরে হত্যার অভিযোগ

পটুয়খালীর দুমকিতে ৮০ বছর বয়সী চাচাতো বৃদ্ধা নানীকে ধর্ষণের পরে হত্যার অভিযোগে মনির হোসেন(৪৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত মনির হোসেন ঐ নারীর চাচতো নাতি বলে জানিয়েছেন স্থানীয়রা।

দুমকিতে নানীকে ধর্ষণের পরে হত্যার অভিযোগ

মোঃ সজিব সরদার পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়খালীর দুমকিতে ৮০ বছর বয়সী চাচাতো বৃদ্ধা নানীকে ধর্ষণের পরে হত্যার অভিযোগে মনির হোসেন(৪৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত মনির হোসেন ঐ নারীর চাচতো নাতি বলে জানিয়েছেন স্থানীয়রা। 

‎শনিবার (১৯ এপ্রিল) রাতে উপজেলার ০৫ নং শ্রীরামপুর ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডে এই ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গভীর রাতে বাড়ীর বসত ঘরের সামনে গিয়ে প্রথমে বাবুলের স্ত্রী রশিদা বেগমের কাছে পানি চান অভিযুক্ত মনির। ভয়ে রাশিদা দরজা না খোলার কারনে মনির ঘরের পেছনের দরজা ভেঙে ঘরে ঢুকে টাকা দাবি করেন । টাকা না পেয়ে ঐ বৃদ্ধার ছেলে বাবুল খানকে পিটিয়ে জখম করেন । তান্ডবের একপর্যায়ে ঐ বৃদ্ধা নানীকে ধর্ষণ করে হত্যা করা হয়।

‎প্রত্যক্ষদর্শী রাশিদা বেগম বলেন, খুনি মনিরের সাথে আমাদের কোন ঝগড়া নেই। গতকালকেও সুন্দরভাবে আমাদের সাথে কথা বলে গেছে । তবে তার আচরণ অস্বাভাবিক মনে হয়েছে। পরবর্তীতে ঘর ভাঙ্গার শব্দ পেয়েই ভয়ে আমি প্রতিবন্ধী মেয়েকে নিয়ে পার্শ্ববর্তী ঘরে আশ্রয় নিয়েছিলাম।

‎অভিযুক্ত মনিরের ফাঁসির দাবি করে অপর স্বজনরা জানান, নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্নসহ ধর্ষণের আলামত রয়েছে। তাকে উলঙ্গ অবস্থায় উদ্ধার করা হয়েছ। এছাড়াও তার ছোট ভাইয়ের বিরুদ্ধে মাদকাসক্তের অভিযোগ করেন তারা।

‎দুমকী থানার পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় দুমকি থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন। তিনি আরো বলেন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হামলায় আহত বৃদ্ধার ছেলে ওমর ফারুক ওরফে বাবুল খানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

‎উল্লেখ্য খুনি মনির হোসেন নানার বাড়ির সুবাদে বর্তমানে ঐ বাড়িতে বসবাস করলেও তার মূল বাড়ি দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়নের বাদশাবাড়ি এলাকায়। তার বাবার নাম হোসেন মিরা।