বুড়িচংয়ে বিএনপির আনন্দ মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর তফসিল ঘোষণা হওয়ায় নির্বাচনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি

মোঃ আবদুল্লাহ বুড়িচং:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর তফসিল ঘোষণা হওয়ায় নির্বাচনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

বুড়িচং উপজেলা শাখা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলা সদর পৌরসভার বাজারে বিএনপি প্রার্থী হাজী জসিম উদ্দিন( ধানের শীষ) পক্ষে এই স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু নাছির মুন্সী, যুবদলের যুগ্ম আহবায়ক মনির হোসেন ভূইয়া,মনির হোসেন, লিটন খান, যুবদলের সদস্য সচিব দেলেয়ার হোসেন দোলন, কুমিল্লা দঃ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ কবির হোসেন,সাবেক যুবনেতা কাউছার, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন মেম্বার, যুবদলের নেতা আনিছুর রহমান,  

উপজেলা ছাত্রদলের আহবায়ক স্বপন আহমেদ পাখি, সদস্য সচিব ইকবাল হোসেন ভুইয়া,যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ, সদর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জামাল হোসেন শিকদার, সদর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ,সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মহি উদ্দিন,ষোলনল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাদ্দাম হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।

নির্বাচন কমিশন (ইসি) কর্তৃক ঘোষিত তফসিল অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ ফেব্রুয়ারি মাসের ১২ তারিখ অনুষ্ঠিত হবে।