নির্বাচনের তফসিল ঘোষণা করায় বুড়িচং পৌরসভা জামায়াতের স্বাগত মিছিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার বুড়িচং উপজেলা সদর পৌরসভার আয়োজনে স্বাগত মিছিল বৃহস্পতিবার রাতে সদর বাজারে অনুষ্ঠিত হয়েছে।

নির্বাচনের তফসিল ঘোষণা করায় বুড়িচং পৌরসভা জামায়াতের স্বাগত মিছিল

মোঃ আবদুল্লাহ বুড়িচং:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় নির্বাচন কমিশনকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লার বুড়িচং উপজেলা সদর পৌরসভার আয়োজনে স্বাগত মিছিল বৃহস্পতিবার রাতে সদর বাজারে অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আমীর অধ্যাপক অহিদুর রহমানের নেতৃত্বে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বসুন্ধরা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

 মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৫ (বুড়িচং -ব্রাহ্মণপাড়া) আসনের এমপি পদপ্রার্থী ড. মোবারক হোসাইন।

মিছিলে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আলমগীর সরকার, উত্তর জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক আব্দুল আউয়াল, বুড়িচং উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা শূরা সদস্য এড. মোঃ সাইফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা উত্তর জেলা সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন , উপজেলা সহ সেক্রেটারি, মোঃ কবির হোসেন, ফারুক চৌধুরী, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সভাপতি জাকারিয়া খান, পৌরসভা আমীর মোঃ তাজুল ইসলাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা সেক্রেটারি মোঃ জয়নাল আবেদিন, সহ - সভাপতি শাহীন হোসাইন রেজা, উপজেলা যুব বিভাগ সভাপতি সুজন চৌধুরী, তারেকুল ইসলাম পিয়াস, মোঃ নেয়ামত উল্লাহ, সিয়ানুল ইসলাম, মোঃ ইসমাইল হোসেন, মতিউর রহমান, মোঃ ইউসুফ প্রমুখ।