আমরা কল্যাণমূলক কাজের মধ্যদিয়ে কালো টাকা ও সন্ত্রাসমুক্ত জনপদ গঠন করব- ডক্টর মোবারক হোসাইন
বুড়িচংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং কুমিল্লা ন্যাশনাল ডক্টরস ফোরামের সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মোঃ আবদুল্লাহ বুড়িচং প্রতিনিধি:বুড়িচংয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এবং কুমিল্লা ন্যাশনাল ডক্টরস ফোরামের সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

৫ ডিসেম্বর শুক্রবার সকাল ১০ টায় থেকে জুম্মা পর্যন্ত বুড়িচং পৌরসভার জগতপুর গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-৫ আসনের এমপি প্রার্থী ডক্টর এডভোকেট মোঃ মোবারক হোসাইন বলেন, আমরা কল্যাণমূলক কাজের মধ্যদিয়ে কালো টাকা ও সন্ত্রাসমুক্ত জনপদ গঠন করব ইনশাআল্লাহ। আমরা আশাবাদী আল্লাহ আমাদের কবুল করবেন এবং আমরা বর্তমানে নির্বাচিত না হয়ে যেভাবে জনসেবা অব্যাহত রেখেছি তা প্রতিনিয়ত বৃদ্ধি পাবে।
বংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং উপজেলা আমীর অধ্যাপক মোঃ অহিদুর রহমানের সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইফুল আলম,শ্রমিকল্যানের জেলা সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাও.আব্দুল আউয়াল, কুমিল্লা মহানগরীর সূরা সদস্য ইসরাফিল আলম, বিশিষ্ট ব্যাংকার মোঃ আব্দুল হান্নান, উপজেলা সহকারী সেক্রেটারি মোঃ ফারুক চৌধুরী, মোঃকবির হোসেন, বুড়িচং পৌরসভার আমীর মোঃতাজুল ইসলাম, উপজেলা শ্রমিকল্যাণ সেক্রেটারি জয়নাল আবেদীন,মাওলানা ওমর ফারুক সোহেল, জহিরুল ইসলাম, সাইদুল ইসলাম সুমন, আব্দুল কাদেরসহ সুধী শুভাকাঙ্ক্ষী ও কর্মীবৃন্দ।

জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট এর সহকারী অধ্যাপক ডাক্তার মেহেদী হাসানের সমন্বয়ে ৮ টি বিভাগের ১৪ জন বিশেষজ্ঞ চিকিৎসক ক্যাম্পেইনে চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে সুন্নতে খৎনা ও বিনামূল্যে ওষুধ বিতরণ করেন এবং প্রায় ১৫০০ জন অসুস্থ মানুষ চিকিৎসা সেবা প্রদান করেন।



