বুড়িচংয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনম সেবা

কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনম (সাপে কাটা ভ্যাকসিন) সেবা চালু রয়েছে।

বুড়িচংয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনম সেবা

মোঃ আবদুল্লাহ, বুড়িচং কুমিল্লা প্রতিনিধি:কুমিল্লার বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে কাটা রোগীদের জন্য অ্যান্টিভেনম (সাপে কাটা ভ্যাকসিন) সেবা চালু রয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মালেকুল আফতাব ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাপে কাটা রোগীকে দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে এনে জরুরি চিকিৎসার পাশাপাশি অ্যান্টিভেনম দিতে হবে। বিশেষ করে, সাপে কাটার পর দুই ঘণ্টার মধ্যে এই ভ্যাকসিন গ্রহণ করা অত্যন্ত জরুরি।

ডা. মালেকুল আফতাব ভূইয়া আরও বলেন, “অনেক ক্ষেত্রে সাপে কাটা রোগীদের ঝাড়ফুঁক করতে নিয়ে যাওয়া হয়। এতে সময় নষ্ট হয়ে রোগীর জীবন ঝুঁকিতে পড়ে যায়। তাই ঝাড়ফুঁক না করে যত দ্রুত সম্ভব স্বাস্থ্য কমপ্লেক্সে এনে সঠিক চিকিৎসা নিতে হবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সকলকে এ বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।