কুমিল্লা-৫ আসনে ধানের শীর্ষের প্রার্থী হাজী জসিম উদ্দিনের বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক
কুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মনোনীত প্রার্থী ধানের শীর্ষ প্রতীকের এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন জসিমের বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত
কুমিল্লা প্রতিনিধিঃকুমিল্লা-৫ (বুড়িচং–ব্রাহ্মণপাড়া) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর মনোনীত প্রার্থী ধানের শীর্ষ প্রতীকের এমপি প্রার্থী হাজী মোঃ জসিম উদ্দিন জসিমের বিজয়ের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে ব্রাহ্মণপাড়া উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের দক্ষিণ পাড়ায় একটি বয়লার উঠানে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী মোঃ জসিম উদ্দিন। তিনি বলেন, “জনগণের ভোট ও ভালোবাসায় ধানের শীর্ষের বিজয় নিশ্চিত করতে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল ও আবু নাসের মুন্সী। এছাড়াও বক্তব্য দেন ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সহসভাপতি শাহ আলম খোকন, সাধারণ সম্পাদক হাজী মোঃ আমির হোসেন, যুগ্ম সম্পাদক এডভোকেট মোঃ মনিরুল ইসলাম চৌধুরী এবং উপজেলা যুবদলের সভাপতি মোঃ গোলাম মোস্তফা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহেবাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন ডিলার এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন যুবদলের সভাপতি ওমর ফারুক পল্ট।
৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মোশাররফ হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ উঠান বৈঠকে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, শাহ জালাল খান, ছাত্র বিষয়ক সম্পাদক মোঃ জাকির হোসেন সম্রাট, বিএনপি নেতা আমানত খান, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাকির হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাঈদুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মোঃ তাজুল ইসলাম মিন্টু, মাসুদ হায়দার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দিদার হোসেন।
উঠান বৈঠকে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।




