ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন

ভোলাহাটে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

ভোলাহাট প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টার সময় ২০২৫-২০২৬ অর্থবছরের রবি মৌসুমে উপজেলা কৃষি অফিসের সামনে কৃষি প্রণোদনার সার ও বীজ বিতরণ করা হয়। সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ শামীম হোসেন।

স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী। তিনি বলেন, ভোলাহাট উপজেলায় উফশি বোরো ৬০০ জন এবং ১৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের জন্য বীজ প্রণোদনা কর্মসূচির আওতায় প্রতিজন কৃষক প্রতি বিঘার জন্য ৫ কেজি আউশ ধান বীজ এবং ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার বিনামূল্যে সহায়তা হিসেবে বিতরণ করা হয়।