চাঁপাইনবাবগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম

চাঁপাইনবাবগঞ্জে ১৬ দিনব্যাপী “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাক্টিভিজম

চাঁপাইনবাবগঞ্জে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :চাঁপাইনবাবগঞ্জে ১৬ দিনব্যাপী “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে অ্যাক্টিভিজম ২০২৫” উপলক্ষে আতাহার, ঝিলিম, শাহজাহানপুর ও গোবরাতলা —এই চারটি কমিউনিটিতে আলোচনা সভা, র‌্যালি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে প্রতিশ্রুতি বোর্ড স্থাপনসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

বুধবার এ কর্মসূচির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম, ফুড ফর দ্য হাংরি বাংলাদেশ। এতে চার কমিউনিটির মোট ৮০০ জন অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্থানীয় সাধারণ মানুষ, জনপ্রতিনিধি, শিক্ষক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ এরিয়া প্রোগ্রাম ম্যানেজার রিপন কিসকু। তিনি বলেন, “প্রতিটি মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে সমাজে সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একতার মাধ্যমে আমরা নারীর প্রতি সহিংসতা কমাতে এবং একটি নিরাপদ সমাজ গড়ে তুলতে সক্ষম হবো।”

পরে র‌্যালি ও প্রতিশ্রুতি বোর্ড কার্যক্রমে অংশগ্রহণকারীরা অনলাইন ও অফলাইনে দায়িত্বশীল আচরণ, বিশেষ করে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে অঙ্গীকারবদ্ধ হওয়ার প্রতিশ্রুতি দেন।

এই উদ্যোগের মাধ্যমে চারটি কমিউনিটিতে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের সচেতনতা আরও শক্তিশালী হয়েছে বলে আয়োজকরা জানান।