ডেঙ্গু প্রতিরোধে সংলাপ অনুষ্ঠিত
দেবেন্দ্র নাথ উরাঁও বলেন ডেঙ্গু প্রতিরোধে আমাদের নিজেদের সচেতন থাকতে হবে
চাঁপাইনবাবগঞ্জে বাল্যবিয়ে ও ডেঙ্গু প্রতিরোধে কিশোর-কিশোরীদের নিয়ে কমিউনিটি সংলাপ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৪নং ওয়ার্ডের আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
সংলাপে প্রধান অতিথির বক্তব্য দেন- স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) দেবেন্দ্র নাথ উরাঁও। বিশেষ অতিথির বক্তব্য দেন- সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. তাছমিনা খাতুন।
কমিউনিটি সংলাপে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাল্যবিয়ে ও ডেঙ্গু দুটি বিষয় আমরা নিজেরাই প্রতিরোধ করতে পারব। এজন্য আমাদের পরিবারের সদস্যদের সচেতন থাকতে হবে। তিনি বলেন, পরিবারে মেয়েকে বোঝা মনে করে বাল্যবিয়ে দিলে মেয়ের শারীরিক মানসিক অবস্থা খারাপ হয়ে যায়। এর ফলে অল্প বয়সে তার শরীরে নানা ধরনের অসুখ দেখা দেয়। তাই আমাদের এ বাল্যবিয়ে থেকে দূরে থাকতে হবে। মনে রাখতে হবে, বাল্যবিয়ে রোধে দেশে আইন চালু রয়েছে, বাল্যবিয়ে পড়ানোর সময় বা বিয়ের পরও মোবাইল কোর্ট জানতে পারলে শাস্তি হবে। তাই বাল্যবিয়ে থেকে দূরে থাকতেই হবে।
দেবেন্দ্র নাথ উরাঁও বলেন- ডেঙ্গু প্রতিরোধে আমাদের নিজেদের সচেতন থাকতে হবে। বাড়ির আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যখনই আমরা ঘুমায় না কেন অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে।
আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে কমিউনিটি সংলাপে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা প্রশাসনের সহকারী কমিশনার মিঠুন মৈত্র, চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদুল হুদা অলক, শংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আলহাজ আব্দুল খালেক, আজাইপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী গোলাম রাইসা তানজিম, রাফিয়া খাতুন, শংকরবাটী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার নাফিস, সিয়াম।
ইউনিসেফ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএসএইড’র সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন এই কমিউনিটি সংলাপের আয়োজন করে।