চাঁপাইনবাবগঞ্জে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অজ্ঞাত এক নারীর (৪০)গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জে এক নারীর গলাকাটা মরদেহ উদ্ধার 

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অজ্ঞাত এক নারীর (৪০)গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (১৮আগস্ট)সোমবার রাত সাড়ে ৯টার দিকে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ী ইউনিয়নের যুগিবাড়ি-বুড়িতলা পাংলার বিল এলাকার একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। তবে লাশের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ওসি ওয়াদুদ আলম আমাদের বলেন, এক গলাকাটা নারীর মরদেহ পাওয়া গেছে। এখনও মরদেহ নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। ধারণা করা হচ্ছে, মরদেহটি কয়েক দিন আগের হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া নারীর পরিচয় ও হত্যারহস্য উদঘাটতে তদন্ত শুরু করেছে পুলিশ।