নেইমারের চুক্তি নবায়নের আলোচনা স্থগিত করল সান্তোস
ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস এফসি তাদের তারকা ফরোয়ার্ড নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন আলোচনা আপাতত স্থগিত রেখেছে। ইনজুরি ও উচ্চ বেতনের চাপ নিয়ে ক্লাব কর্তৃপক্ষের উদ্বেগ বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন।

ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস এফসি তাদের তারকা ফরোয়ার্ড নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন আলোচনা আপাতত স্থগিত রেখেছে। ইনজুরি ও উচ্চ বেতনের চাপ নিয়ে ক্লাব কর্তৃপক্ষের উদ্বেগ বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন।
৩৩ বছর বয়সী এই তারকা ফুটবলার এ বছর বারবার ইনজুরিতে ভুগছেন, ফলে মৌসুমজুড়ে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি। জানুয়ারিতে আল-হিলাল থেকে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফেরার সময় সমর্থকদের মাঝে ব্যাপক উচ্ছ্বাসের সৃষ্টি হলেও বাস্তবে তা পরিণত হয়েছে হতাশায়। চলতি মৌসুমে এখন পর্যন্ত নেইমার খেলেছেন মাত্র ২১টি ম্যাচ, গোল করেছেন ৬টি ও অ্যাসিস্ট ৩টি।
গত ১৯ সেপ্টেম্বর ডান উরুর পেশির ইনজুরিতে পড়ার পর থেকে নেইমার মাঠের বাইরে আছেন। আশঙ্কা করা হচ্ছে, নভেম্বরের আগে তিনি মাঠে ফিরতে পারবেন না। সান্তোসের কর্মকর্তারা জানিয়েছেন, ক্লাব ও নেইমারের মধ্যে কোনো সম্পর্কের অবনতি ঘটেনি। কিন্তু তারা চান, নেইমার সম্পূর্ণ ফিট না হওয়া পর্যন্ত নতুন দীর্ঘমেয়াদি চুক্তির আলোচনা শুরু না করতে।
ব্রাজিলিয়ান ক্লাবটি বর্তমানে ব্রাজিলিয়ান সিরি-এ লিগে অবনমন এড়াতে লড়ছে, তাই দল ও আর্থিক স্থিতিশীলতাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। নেইমারের বর্তমান চুক্তি চলবে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত। যদিও জুনে ক্লাব তার সঙ্গে স্বল্পমেয়াদি নবায়ন করেছিল, এখন সেই সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন হবে। বেতন কাঠামোও সান্তোসের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে।
দক্ষিণ আমেরিকায় সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়দের একজন নেইমার। কিন্তু ইনজুরির কারণে তিনি নিয়মিত মাঠে না নামায় তার উচ্চ বেতন এখন ক্লাবের জন্য আর্থিক ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। তবে মাঠে না থাকলেও নেইমারের উপস্থিতি সান্তোসের জন্য বাণিজ্যিকভাবে লাভজনক ছিল। তার ফিরে আসার পর ক্লাবের জার্সি বিক্রি, দর্শক উপস্থিতি ও আন্তর্জাতিক মনোযোগ বৃদ্ধি পেয়েছিল। কিন্তু সাম্প্রতিক ইনজুরি এবং ফর্মহীনতা সেই উচ্ছ্বাসে জল ঢেলে দিয়েছে।
চাঁপাই প্রেস/সূত্র_দেশ রূপান্তর