ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল
বিএনপি’র সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যারিস্টার সালাম তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

সজল মাহমুদ রাজশাহী : বিএনপি’র সাবেক মহাসচিব, সাবেক মন্ত্রী ও জাতীয় নেতা ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্যারিস্টার সালাম তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান।
অনুষ্ঠানে ব্যারিস্টার সালাম তালুকদার ফাউন্ডেশনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও বিএনপির জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় মরহুমের সহধর্মিনী ও একমাত্র কন্যাও স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সদস্য এবং সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার কে এম জুয়েলসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
আলোচনা সভা শেষে মরহুম ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদারের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।