নেচে গেয়ে আদিবাসী দিবস পালন

আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বার্থক প্রয়োগ

নেচে গেয়ে আদিবাসী দিবস পালন

তৈয়বুর রহমান নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধিঃ আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার স্বার্থক প্রয়োগ" স্লোগানে নওগাঁর নিয়ামতপুরে (৯ আগস্ট) আদিবাসী দিবস পালন করা হয়েছে।

আজ শুক্রবার (২২ আগস্ট) বিকেলে উপজেলার পাঁড়ইল ইউনিয়নে মাসনা ফুটবল মাঠে গৈল দিগরী উরাও সমাজ উন্নয়ন পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে রনজিত মনজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি পত্নীতলা নওগাঁর পরিচালক যোগেন্দ নাথ টপ্প্য।

এ সময় আরও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক প্রভাত টুডু, সাদ্রী ভাষার লেখক অজিত তির্কী, নওগাঁ জেলা আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক দীপংকর লাকড়া, সাদ্রী ভাষার লেখক বঙ্গপাল সরদার প্রমূখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন গৈল দিগরী উরাও সমাজ উন্নয়ন পরিষদের রাজা বাবুলাল টপ্প্য।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে যোগেন্দ্র নাথ টপ্প্য বলেন, আদিম জনগোষ্ঠীর একটি অংশ হচ্ছে আদিবাসীরা। এই জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন সময় উদ্যোগ গ্রহণ করেছেন। 

তিনি আরও বলেন, সরকারের পক্ষ থেকে নেওয়া পদক্ষেপের পাশাপাশি নিজেদের ভালোভাবে তৈরি করতে হবে। যাতে আদিবাসীরা নিজ যোগ্যতায় দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগে।

আলোচনা সভা শেষে আদিবাসীদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি নিয়ে একক ও দলীয় নৃত্য অনুষ্ঠানে অংশগ্রহণ করে বিভিন্ন এলাকা থেকে আগত নৃত্য দলের সদস্যরা।

পরে তাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ অংশগ্রহণকারী সকল দলকে শুভেচ্ছা পুরষ্কার দেওয়া হয়।

অনুষ্ঠান শুরুর আগে আগত অতিথি ও আদিবাসী সম্প্রদায়ের লোকজনদের নিয়ে শোভাযাত্রা বের করেন আয়োজক কমিটির সদস্যরা।