নওগাঁয় ঢােল সহরতের মাধ্যমে আসামীকে সমন পাঠিয়েছে আদালত
মামলায় হাজির হওয়ার জন্য আসামীকে ৩য় বার সমন নোটিশ ঢোল সহতরের মাধ্যমে সমন পাঠিয়েছন সিনিয়র সহকারী জজ আদালত

এবিএস রতন স্টাফ রিপোর্টার নওগাঁ : মামলায় হাজির হওয়ার জন্য আসামীকে ৩য় বার সমন নোটিশ ঢোল সহতরের মাধ্যমে সমন পাঠিয়েছন সিনিয়র সহকারী জজ আদালত, নওগাঁ। জানা গেছে, মামলার বাদী জুমাতুল ইসলাম দায়ের করা মামলায় আজ ০৮/০২/২৫ তারিখে সাড়ে ১১ টার দিকে ওই সমন আসামীর বাড়ির গেটে টাঙ্গিয়ে দিয়ে কার্যকর করা হয়েছে। আদালত থেকে ওই সমন নিয়ে যান সেরেস্তাদার মামুন।
অবিলম্বে নিষ্পত্তির আসামী মোঃ সোহেল রানা পিতা-মোঃ আছার আলী সাং চুনিয়া গাড়ী থানা ও জেলাঃ নওগাঁকে হাজির হওয়ার জন্য এসমন পাঠিয়েছেন আদালত।
আসামী সোহেল রানা প্রাবাসী হওয়ায় আদালতের নির্দেশনা অনুসারে স্থানীয় গণ্যমাম্য ব্যক্তিদের সাথে নিয়ে একাধিক ব্যক্তির স্বাক্ষর নিয়ে ঢোল সহরত কার্যকর করে সমন দিয়েছেন আদালত।