শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনজনকে কারাদণ্ড-তিন কেজি গাঁজা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট অভিযানে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রায় ৩ কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শিবগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে তিনজনকে কারাদণ্ড-তিন কেজি গাঁজা উদ্ধার

চাঁপাই প্রেস ডেস্ক:চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকের বিরুদ্ধে বিশেষ মোবাইল কোর্ট অভিযানে তিনজনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং প্রায় ৩ কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩ আগস্ট) শিবগঞ্জ পৌরসভার আমবাজার, শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর এবং কানসাটের আব্বাসবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ। অভিযানে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ।

মাদকসেবনের অভিযোগে আটক তিনজনের মধ্যে মো. রাসেল (৩৮), পিতা বদর আলী, গ্রাম বড়চক – ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড; মো. তোফাজ্জল (৪৪), পিতা মৃত আব্দুল, গ্রাম শিবগঞ্জ – ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং মো. সুজন (৪০), পিতা লিয়া কোতয়ালী, গ্রাম কালোপুর – ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।এ সময় প্রায় ৩ কেজি মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এছাড়া আরও দুইজনের বিরুদ্ধে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

শিবগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের করাল ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করতে এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে। শিবগঞ্জ উপজেলাকে মাদকমুক্ত রাখতে প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ।