শিবগঞ্জ জেলেদের মাঝে চাল বিতরণ
চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।

শিবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীতে মা ইলিশের প্রজনন মৌসুম উপলক্ষে ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
এ সময় জেলেদের সহযোগিতায় বিশেষ ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার বিকাল উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শিবগঞ্জ পৌরসভা ৪৫ জন কার্ডধারী জেলের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো আজাহার আলী । এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার সঞ্জয় কুমার সরকার, শিবগঞ্জ পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ বাতেন আলী, উপজেলা কৃষি অফিসার মোঃ নয়ন আলী , উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ আব্দুল তোয়াবসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।