চাঁপাইনবাবগঞ্জে গাঁজা জব্দ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুর এলাকা থেকে পৌনে ৮ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি

গোমস্তাপুর প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বংপুর এলাকা থেকে পৌনে ৮ কেজি গাঁজা জব্দ করেছে বিজিবি। গত মঙ্গলবার রাতে ১৬ বিজিবির নওগাঁ ব্যাটালিয়নের রহনপুর বিওপির টহল দল গাঁজাগুলো মালিকবিহীন অবস্থায় জব্দ করে।
মঙ্গলবার রাতেই এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানিয়েছে।
বিজিবি আরো জানায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রহনপুর বিওপির একটি বিশেষ টহল দল বংপুর ইটভাটা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মালিকবিহীন প্রায় পৌনে ৮ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।
নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বিষয়টি নিশ্চিত করে বলেন— নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান অব্যাহত রেখেছে বিজিবি।




