চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ বাংলাদেশীকে পুশইন করলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুচা সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৩ বাংলাদেশীকে পুশইন করলো বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার চামুচা সীমান্ত দিয়ে আবারও ১৩ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৪ টা থেকে ৫ টার মধ্যে তাদের পুশইন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। 

বিজিবি অধিনায়ক বলেন,চামুচা সীমান্তের ১৯৬/২-এস সংলগ্ন এলাকা দিয়ে তাদের পুশ ইন করে বিএসএফের ১১৯ ব্যাটালিয়নের অধীনে কাঞ্চান্টার ক্যাম্পের সদস্যরা। পরে পুশ ইনের শিকার ব্যক্তিদের আটক করে চাঁনশিকারী ক্যাম্পের বিজিবি সদস্যরা।

আটককৃতরা হলেন:যশোর জেলার মনিরামপুর থানার আরশাদ আলী সরদারের ছেলে মো. বিল্লাল হোসেন (৩২), টাঙ্গাইল জেলার মৃত কাষ্ণরাম বর্মনের ছেলে বিষ্ণু বর্মণ (৩৪), কুমিল্লা জেলার লাকসাম থানার হায়াতউব নবীর ছেলে রবিউল ইসলাম (৩০), খুলনা জেলার সোনাডাঙ্গা থানার ইদ্রিস শেখের ছেলে পিন্টু শেখ (৩০), রংপুর জেলার কাউনিয়া থানার মৃত আলহাজ্ব নুরুজ্জামানের ছেলে মো. আনোয়ার হোসেন (৩৬), লালমনিরহাট জেলার আদতমারি থানার ইসলা হকের ছেলে টিটু প্রামাণিক (৩০), কুষ্টিয়া জেলার ভেড়ামরা থানার মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. মেহেদী হাসান মুন্না (২৯) ও কামাল হোসেনের ছেলে মো. সেলিম (২৯), একই জেলার দৌলতপুর থানার মৃত সারোয়ার হোসেনের ছেলে মো. রুলাস (৩২), রাজশাহীর বাঘা থানার জাকির শেখের ছেলে মেহের আলী (৩২), পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানার মৃত খলিলের ছেলে রহমত (৪০), ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার মৃত ইশালি শিকদারের ছেলে তোহির উদ্দিন শিকদার (৪০) এবং ঠাঁকুরগাঁও জেলার হরিপুর থানার আব্দুল মতিনের ছেলে মো. মোশারফ আলী (২১)।

লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া আরও বলেন, আটক ব্যক্তিরা জানিয়েছেন তারা ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে বিভিন্ন সময়ে কাজের সন্ধানে ভারতে যান। পরে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে। বিভিন্ন মেয়াদে সাজাভোগের পর পুলিশ তাদেরকে সীমান্ত দিয়ে ঠেলে পাঠানোর জন্য বিএসএফের কাছে হস্তান্তর করে। 

উল্লেখ্য যে গত ২ জুন ভোলাহাট উপজেলার চাঁনশিকারী সীমান্ত দিয়ে আরও ৮ জনকে পুশ করেছিল বিএসএফ।