চাঁপাইনবাবগঞ্জে এক যুবকের দশ বছর কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় রাব্বি বিশ্বাস ওরফে সোহাগ (২২) নামে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

চাঁপাইনবাবগঞ্জে এক যুবকের দশ বছর কারাদণ্ড
সংগ্রহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় রাব্বি বিশ্বাস ওরফে সোহাগ (২২) নামে এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

গতকাল বুধবার চাঁপাইনবাবগঞ্জের দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মিজানুর রহমান আসামির উপিস্থতিতে এই দণ্ডাদেশ ঘোষণা করেন।

দণ্ডিত সোহাগ পাবনা জেলার ঈশ্বরদী থানার দরিনারিচা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পেছনের গ্রামের পালক পিতা মাইন বিশ্বাসের ছেলে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আবদুল ওদুদ মামলার বরাতে জানান, ২০২৩ সালের ২২ নভেম্বর রাত সোয়া ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার বুলনপুর মালপুকুর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল। এর একপর্যায়ে একটি ইজিবাইককে থামার সংকেত দিলে ইজিবাইকে থাকা এক যাত্রী রাব্বি বিশ্বাস ওরফে সোহাগ পালানোর চেষ্টাকালে র‌্যাবের হাতে ধরা পড়েন। এসময় তার দেহ তল্লাশি করে ১টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৫ রাউন্ড পিস্তলের গুলি পাওয়া যায়। নিজ হেফাজতে পিস্তল, গুলি ও ম্যাগজিন রাখার অপরাধে রাব্বি বিশ্বাস ওরফে সোহাগের বিরুদ্ধে অস্ত্র আইনে সদর থানায় মামলা দায়ের করা হয়।

মামলাটি করেন র‌্যাবের এসআই নিখিল চন্দ্র সরকার। তদন্ত করেন সদর থানার এসআই শাহিনুর রহমান। তদন্ত শেষে ২০২৪ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রাব্বি বিশ্বাস ওরফে সোহাগকে দোষী সাব্যস্ত করে অস্ত্র আইনের এ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।