বগুড়ায় ফেন্সিডিলসহ তিনজন গ্রেফতার
ডিএনসি রাজশাহীর একটি চৌকষ দল বগুড়া জেলায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তিনকে গ্রেফতার করা হয়
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি)রাজশাহীর একটি চৌকষ দল বগুড়া জেলায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: কিশোরগঞ্জ জেলার চৌদ্দশত থানাধীন মতলবপুর এলাকার মৃত আব্দুল হাশিম আলীর ছেলে ইসমাইল আলী(৩২)একই এলাকার ইসমাইল আলীর স্ত্রী আল্পনা আক্তার (২৫) ও শরিয়তপুর জেলার সখিপুর থানাধীন তেরকাম্পা মাথাভাঙ্গা এলাকার আলমগীর হোসেন স্ত্রী লিলুফা বেগম (৫০)।
শুক্রবার(৭সেপ্টেম্বর )রাত দুইটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে বগুড়া জেলার বগুড়া সদর থানাধীন বাঘোপাড়া রংপুর হতে বগুড়াগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহী বাস তল্লাশী করলে ব্যাগের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯৪ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার বগুড়া সদর থানাধীন বাঘোপাড়া রংপুর হতে বগুড়াগামী মহাসড়কে চেকপোস্ট বসিয়ে একটি পিংকি বাচ্চু পরিবহন নামে যাত্রীবাহী বাস তল্লাশী করলে ব্যাগের মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৯৪ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে