নাটোরে ডিএনসির অভিযানে ধানের বস্তায় মিললো ৬ কেজি গাঁজা আটক-১
নাটোরে জননী এক্সপ্রেস এন্ড কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ একজন আটক
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি নাটোর জেলার জননী এক্সপ্রেস এন্ড কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে ।
শুক্রবার (২২ মার্চ) বিকাল ৫ টার দিকে নাটোর জেলার সদর থানাধীন কানাইখালী মাদ্রাসামোড় হতে নাটোর রেলওয়ে স্টেশনগামী পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে জননী এক্সপ্রেস এন্ড কুরিয়ার সার্ভিস এর ক্যাশ কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ধারেন বস্তায় তল্লাশী করে ৬ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন : রাজশাহী জেলার বাঘা থানাধীন বাউসা বেনুপুর এলাকার মৃত হাবিল আলীর ছেলে মিঠু (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার নাটোর সদর থানাধীন কানাইখালী এলাকাস্থ মাদ্রাসামোড় হতে নাটোর রেলওয়ে স্টেশনগামী পাকা রাস্তার দক্ষিন পার্শ্বে জননী এক্সপ্রেস এন্ড কুরিয়ার সার্ভিস এর ক্যাশ কাউন্টারের সামনে অভিযান চালিয়ে ধানের বস্তায় রাখা ৬ কেজি গাঁজাসহ মিঠুকে আটক করতে সক্ষম হয়।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে