নাটোরে সুপারির বস্তায় ২৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার
ডিএনসি রাজশাহীর একটি চৌকষ দল নাটোর জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি)রাজশাহীর একটি চৌকষ দল নাটোর জেলায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান।
গ্রেফতারকৃত ব্যক্তি: কুড়িগ্রাম জেলার কচাকাটা থানাধীন টেপারকুটি মোল্লাপাড়ার মাহালম আলীর ছেলে মোস্তাক আহমেদ (২৬)।
শুক্রবার(২৬ জুলাই ) বিকাল সাড়ে পাঁচটার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে নাটোর জেলার নাটোর সদর থানাধীন নাটোর বাসষ্ট্যান্ড এলাকায় বগুড়া হতে নাটোর মাদ্রাসা মোড় বগুড়া হতে নাটোরগামী সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় শুভন পরিবহন নামে একটি যাত্রিবাহী বাস থেকে ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার নাটোর সদর থানাধীন নাটোর বাসষ্ট্যান্ড এলাকায় বগুড়া হতে নাটোর মাদ্রাসা মোড় বগুড়া হতে নাটোরগামী সড়কে চেকপোস্ট বসিয়ে শুভন পরিবহন নামে একটি যাত্রিবাহী বাস তল্লাশী করে বক্স এর ভীতরে অভিনব কায়দায় সুপারির বস্তায় লুকিয়ে রাখা ২৫ কেজি গাঁজা উদ্ধারসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য যে চলতি বছরের জানুয়ারী মাসের ১৩ তারিখে রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে ট্রাকে করে সুপারির আড়ালে গাঁজা পাচারের সময় ৬৫ কেজি গাঁজাসহ তালিকা ভুক্ত মাদক কারবারী মোস্তাককে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা দল (ডিএনসি)রাজশাহী।