চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি মামলায় দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুটি মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছেন আদালত। এর মধ্যে অস্ত্র আইনে জাকারিয়া ইসলাম (২০) নামে একজনকে যাবজ্জীবন কারাদ- ও মাদক মামলায় গোলাম রসুল (২৫) নামে আরেকজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ২০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদ- দেন আদালত। রবিবার পৃথক আদালত এই দ-াদেশ প্রদান করেন।

অস্ত্র মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) নাজমুল আজম জানান, ২০২১ সালের ২৯ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের রাঙ্গামাটি নওদা মিশন গ্রামস্থ আড্ডা-রহনপুরগামী সড়কে অভিযান চালায় র‌্যাব। অভিযানকালে র‌্যাবের উপস্থিত টের পেয়ে পালানোর সময় ১টি পিস্তল, ২টি ওয়ানশুটার গান, ১টি ম্যাগজিন ও ২ রাউন্ড গুলিসহ জাকারিয়াকে আটক করা হয়। ঘটনার পর দিন র‌্যাবের ডিএডি মো. রাসেল মিয়া বাদী হয়ে গোমস্তাপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. সোহেল রানা ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি জাকারিয়াকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

নাজমুল আজম আরো জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ রবিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে যাবজ্জীবন কারাদ-াদেশ প্রদান করেন। দ-প্রাপ্ত জাকারিয়া রাজশাহীর বড়গাছী ইউনিয়নের দাদপুর পূর্ব-উত্তর পাড়ার তোফাজ্জল ইসলামের ছেলে।

অন্যদিকে মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. রবিউল ইসলাম জানান, ২০১৬ সালের ২৩ মার্চ গোমস্তাপুর উপজেলার মোকরামপুর ব্রিজের পাশে কাঞ্চনপুর গ্রামস্থ আমবাগানে অভিযান চালায় চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের সদস্যরা। এসময় ১৪০ গ্রাম হেরোইনসহ গোলাম রসুল ও বায়তুল ইসলাম গোলাপ নামে দুজনকে আটক করা হয়। এ ব্যাপারে ওই দিন গোমস্তাপুর থানায় মামলা করেন র‌্যাবের পরিদর্শক বেলাল হোসেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই রেজাউল করিম ২০১৬ সালের ১২ মে দুজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

তিনি আরো জানান, মামলার দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে অতিরিক্ত দায়রা জজ-১ মো. রবিউল ইসলাম আসামি গোলাম রসুলকে যাবজ্জীবন কারাদ-, ২০ হাজার টাকা অর্থদ- অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। দ-িত গোলাম রসুল ভোলাহাট উপজেলার হেলাচি গ্রামের রবিউল আলম রবুর ছেলে। রায় ঘোষণার সময় গোলাম রসুল অনুপস্থিত ছিলেন।

অন্যদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় এ মামলার অপর আসামি বায়তুলকে বেকসুর খালাস দেন আদালত।