চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায়  যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মাদক মামলায় আজহারুল ইসলাম জ্যোতি (৫০) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা. আদীব আলী আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত জ্যোতি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পোলাডাঙ্গা এলাকার মৃত সাইফুদ্দিনের ছেলে। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় সদর উপজেলার হরিশপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে মো. উজ্জলকে (৪০) বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম বলেন, ২০১৯ সালের ২৫ জুন আজহারুল ইসলাম জ্যোতির বাড়িতে অভিযান চালায় র‌্যাব-৫। অভিযানে ৫৮৫ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয় জ্যোতিকে। এ ব্যাপারে র‌্যাবের উপপরিদর্শক রাব্বি মোরছালিন বাদী হয়ে ওই দিনই সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার উপপরিদর্শক নাফিউল ইসলাম ২০১৯ সালের ২৯ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।

নাজমুল আজম বলেন, মামলার শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আজ মঙ্গলবার আদালতের বিচারক এই দ-াদেশ প্রদান করেন।