চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব বা দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের সববৃহৎ এই উৎসবকে ঘিরে জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে

চাঁপাইনবাবগঞ্জে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতি সভা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃআগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে শারদীয় দুর্গোৎসব বা দুর্গাপূজা। সনাতন ধর্মাবলম্বীদের সববৃহৎ এই উৎসবকে ঘিরে জেলা ও উপজেলা প্রশাসন এবং পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করছে। এবার জেলায় সম্ভাব্য ১৬০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।

বুধবার বেলা ১১টা থেকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সুন্দরভাবে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক সভা করেছে। সভায় সভাপতিত্ব করেন জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুস সামাদ।

তিনি ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে পূজা উদ্যাপনে সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

সভায় পুলিশ সুপার মো. রেজাউল করিম ও বিজিবির ৫৯ মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া যে কোনো গুজবে কান না দিতে জেলাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

সেই সঙ্গে গুজব সৃষ্টির চেষ্টা চালালে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে সভা থেকে। ধর্মীয় মূল্যবোধ বা সামাজিক সম্প্রীতি বিনষ্ট হয়, এমন কোনো উক্তি ও লেখা সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কেনো মাধ্যমে ছড়ানো থেকে বিরত থাকার জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সভায় জেলা পূজামণ্ডপ বিষয়ক তথ্য উপস্থান করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

সভায় আরো মতামত তুলে ধরেন— বিজিবির ৫৩ চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, র‌্যাব-৫, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খান, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট আরিফুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহা. ইসাহাক, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল ওদুদ, জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি ডাবলু কুমার ঘোষ ও জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দিলিপ কুমার রায়সহ বিভিন্ন মন্দির কমিটির নেতৃবৃন্দ।

সভায় সেনাবাহিনীর প্রতিনিধি, ১৬ বিজিবি নওগাঁর প্রতিনিধিসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তর প্রধান, সকল পূজামণ্ডপের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।