রাজশাহীর স্বনামধন্য ব্যবসায়ীকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানোর অভিযোগ
টিএমপিসি (TMPC) ফার্নিচার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে একাধিক দপ্তরে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দাখিল

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানাধীন বায়া এলাকায় অবস্থিত টিএমপিসি (TMPC) ফার্নিচার কারখানার ব্যবস্থাপনা পরিচালক মাইনুল ইসলাম বাচ্চুর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে একাধিক দপ্তরে মিথ্যা ও বানোয়াট অভিযোগ দাখিল করে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির সাবেক কর্মচারী মনিরা খাতুন নামের এক নারীর বিরুদ্ধে ।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর আগে চাকরির সুবাদে মনিরা খাতুন টিএমপিসি কারখানায় কর্মরত থাকাকালে মাইনুল ইসলাম বাচ্চুর ছেলে মাহিমের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তাদের মধ্যে বিয়েও হয়। তবে পরবর্তীতে ব্যক্তিগত কারণে সেই সংসার টেকেনি, এবং বিচ্ছেদের মাধ্যমে সম্পর্কের অবসান ঘটে।
বিবাহ বিচ্ছেদের পর থেকেই মনিরা খাতুন বিভিন্ন দপ্তরে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দায়েরের মাধ্যমে মাইনুল ইসলাম বাচ্চুকে ফাঁসানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
এ ছাড়াও মনিরা খাতুনের ভাই রাসেলও একই প্রতিষ্ঠানে চাকরি করতেন। অভিযোগ রয়েছে, ভাই - বোন দুজনেই মিলে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে লিপ্ত রয়েছেন। এতে মাইনুল ইসলাম বাচ্চু ও তার পরিবার দীর্ঘদিন ধরে মানসিকভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
মাইনুল ইসলাম বাচ্চু বলেন, “আমার বিরুদ্ধে আনীত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এসবের মাধ্যমে একটি মহল আমাকে হয়রানি ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা চালাচ্ছে। আমি প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি, যেন অবিলম্বে মনিরা ও তার ভাইয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।
তিনি আরও জানান, মনিরার এই ষড়যন্ত্র থেকে রক্ষা পেতে তিনি প্রশাসনসহ সমাজের সচেতন মহলের সহযোগিতা প্রত্যাশা করছেন।