রাজশাহীতে কাগজের কার্টুনে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকষ দল (ডিএনসি) রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।

রাজশাহীতে কাগজের কার্টুনে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন:রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকষ দল (ডিএনসি) রাজশাহীর পুঠিয়ায় অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার তেঁতুলতলা বাটাপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে সেলিম রেজা (২৭)

এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের (ক সার্কেল) এর পরিদর্শক রায়হান আহমেদ খান।

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের (ক সার্কেল) এর পরিদর্শক রায়হান আহমেদ খান এর নেতৃত্বে শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত্রি সাড়ে ৩ টার দিকে রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন পুঠিয়া ত্রিমোহনী বাজার রাজশাহী-নাটোর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়। 

এ সময় অভিযানে একটি মিনি পিকআপ তল্লাশী করলে অভিনব কায়দায় কাগজের কার্টুনে স্তরে স্তরে সাজানো ৫০ কেজি গাঁজা উদ্ধারসহ মাদক কারবারীকে গ্রেফতার হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে