রাজশাহী জেলা মাইক্রোবাস, জীপ ও কার শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ ও ইফতার মাহফিল
রাজশাহী জেলা মাইক্রোবাস, জীপ ও কার শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ও ইফতার মাহফিল অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহী জেলা মাইক্রোবাস, জীপ ও কার শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান ও ইফতার মাহফিল অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ মার্চ) বিকেল ৪টায় মাসকাটাদিঘী হাইস্কুল মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এ্যাডভোকেট আবু সেলিম সাবেক সভাপতি বাংলাদেশ শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় কমিটি ও সহ-সভাপতি রাজশাহী বার এসোসিয়েশন কোর্ট । তিনি তাঁর বক্তব্যে বলেন, “শ্রমিকরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাঁদের অধিকার রক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে শক্তিশালী ও সংগঠিত ইউনিয়নের ভূমিকা অপরিহার্য। আমি নবগঠিত কমিটির সাফল্য কামনা করি এবং আশা করি এই কমিটি শ্রমিকদের উন্নয়ন ও মর্যাদা রক্ষায় কার্যকর ভূমিকা পালন করবে।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ডাঃ হাসানুজ্জামান হাসু সুপারিনটেনডেন্ট, ইসলামী ব্যাংক হাসপাতাল,লক্ষীপুর রাজশাহী, তিনি তাঁর বক্তব্যে বলেন, “শ্রমিকদের সংগঠন শুধু একটি দাবি আদায়ের প্ল্যাটফর্ম নয়, এটি একটি দায়িত্বশীল সামাজিক শক্তি। আমাদের সমাজে শ্রমজীবী মানুষের অবদান অনস্বীকার্য। তাই এই সংগঠনের দায়িত্ব শুধু সদস্যদের কল্যাণে নয়, বরং সমাজে ন্যায়ের প্রতিষ্ঠায়ও গুরুত্বপূর্ণ। আমি আশা করি নবগঠিত এই কমিটি শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে আন্তরিকভাবে কাজ করবে এবং একটি আদর্শ ইউনিয়ন হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক আব্দুস সামাদ, সভাপতি বাংলাদেশ শ্রমিক ফেডারেশন রাজশাহী মহানগর,অধ্যাপক জালাল উদ্দীন, উপদেষ্টা বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, কাটাখালি থানা,মেহেদী হাসান শ্যামল,সভাপতি রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এ্যাসোসিয়েন,বিশেষ অতিথি মেহেদী হাসান শ্যামল তাঁর বক্তব্যে বলেন, “শ্রমিকদের অধিকার সংরক্ষণ শুধু কথার বিষয় নয়, এটি বাস্তবায়নের ক্ষেত্রেও কার্যকর উদ্যোগ প্রয়োজন। শ্রমিক'রা যদি ঐক্যবদ্ধ থাকে, তাহলে এই সংগঠন শ্রমিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আমি মনে করি। আমি নবগঠিত কমিটিকে অভিনন্দন জানাই এবং তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছি।” তিনি আরও বলেন আমরা ৫ আগস্টের পূর্বে দেখতাম কোন স্থানীয়, জাতীয় নির্বাচন এ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রী'রা রাজশাহীতে আসলে মাইক্রোবাস জীপ গাড়ি গুলো নাম-মাত্র টোকেন দিয়ে ৩/৪দিন ধরে গাড়ি গুলো'কে রাখতেন পুলিশের কাছে, আজকে আমি এই মঞ্চ থেকে আপনাদের বলতে চাই আরও যদি কোন অন্যায় ভাবে আপনাদের গাড়ি গুলো নিয়ে যাওয়া হয় তাহলে রাজশাহীর গণমাধ্যম কর্মীরা আপনাদের পাশে থাকবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শফিকুল ইসলাম, সভাপতি, রাজশাহী জেলা মাইক্রোবাস, জীপ ও কার শ্রমিক ইউনিয়ন।অনুষ্ঠানে বক্তারা নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে শ্রমিকদের অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শেষে এক মিলনমেলা ও ইফতার মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।