ওষুধ সরবরাহের গাড়িতে মাদক পাচারকালে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

নাটোর জেলায় ডিএনসি রাজশাহী গোয়েন্দা টিমের অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারী গ্রেফতার

ওষুধ সরবরাহের গাড়িতে মাদক পাচারকালে গাঁজাসহ মাদক কারবারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদন:নাটোরের হরিশপুর বাইপাসে ডিএনসি রাজশাহী গোয়েন্দা টিমের অভিযানে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমান।।

বিজ্ঞপ্তিতে আরো জানান,নাটোর জেলার নাটোর সদর থানাধীন হরিশপুর বাইপাস এলাকায় সোমবার মধ্যরাতে(২৮ অক্টোবর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের উপ-পরিচালক জিল্লুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালনা করে ২৫ কেজি গাঁজাসহ এক মাদক পাচারকারী সাইদুল আলম সাগর (৩৩) কে গ্রেফতার করে। সে রাজশাহীর চন্দ্রিমা থানা ছোট বনগ্রাম নিউ কলোনী-আসাম কলোনীর আব্দুর রশিদের ছেলে। সে র্দীঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িতো।

এ ঘটনায় নাটোর থানায় একটি মাদক মামলা দায়ের করেন ডিএনসি রাজশাহী গোয়েন্দারা।