রাজশাহীতে তিন লক্ষ্য টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকষ দল (ডিএনসি) রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে

রাজশাহীতে তিন লক্ষ্য টাকার গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদন:রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকষ দল (ডিএনসি) রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন দেওয়ানপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতার ব্যক্তি হলেন: রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন দেওয়ানপাড়ার আঃ রাজ্জাক আলীর ছেলে জহুরুল ইসলাম (৩৮)

সোমবার (১৭মার্চ) সকাল ৮ টার দিকে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ের (ক সার্কেল) এর পরিদর্শক রায়হান আহমেদ খান এর নেতৃত্বে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন দেওয়ানপাড়া এলাকায় মাদক ব্যবসায়ী জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে