ভোলাহাট সীমান্তে শুকরের তাণ্ডব-ফসলের ক্ষতি কৃষকদের পাশে ৫৯ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় সম্প্রতি শুকরের কালো খাসি উপদ্রব বেড়ে যাওয়ায় কৃষকদের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে

ভোলাহাট সীমান্তে শুকরের তাণ্ডব-ফসলের ক্ষতি কৃষকদের পাশে ৫৯ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় সম্প্রতি শুকরের (কালো খাসি) উপদ্রব বেড়ে যাওয়ায় কৃষকদের মাঝে চরম আতঙ্ক দেখা দিয়েছে। সীমান্ত পার হয়ে আসা এসব শুকর বরেন্দ্র এলাকার বিভিন্ন মাঠে প্রবেশ করে ধানসহ মৌসুমি ফসলের ব্যাপক ক্ষতি করছে।

এমন পরিস্থিতিতে সমস্যার সমাধান ও প্রতিকারমূলক উদ্যোগ নিতে শনিবার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিক রুবেল আহমেদ হৃদয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে মতবিনিময় করেন। 

মতবিনিময়কালে লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া স্থানীয় কৃষক ও এলাকাবাসীকে আশ্বস্ত করে বলেন, সীমান্ত এলাকায় শুকরের উপদ্রব রোধে বিজিবি সর্বোচ্চ সহযোগিতা করবে। স্থানীয় জনগণের সহায়তায় এ সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে।তিনি সংশ্লিষ্ট কোম্পানি কমান্ডারকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন। 

এ সময় উপস্থিত ছিলেন গুরুচাঁদপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য আতাউর রহমান, সমাজসেবক এরফান আলী লুটু মণ্ডলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সবাই সীমান্ত এলাকায় শুকরের উপদ্রব থেকে কৃষকদের ফসল রক্ষায় বিজিবির উদ্যোগকে স্বাগত জানান।

স্থানীয় কৃষকরা জানান,শুকরের আক্রমণে রাতে মাঠে পাহারা দিতে হচ্ছে। এতে উৎপাদন ব্যয় বাড়ছে ও ফসলের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে। 

সাংবাদিক রুবেল আহমেদ বলেন, আমি ব্যক্তিগতভাবে ও এলাকাবাসীর পক্ষ থেকে বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সবার সম্মিলিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ এই সমস্যা শিগগিরই সমাধান হবে।