চাঁপাইনবাবগঞ্জে ১৬টি যুব সংগঠনকে অনুদানের চেক প্রদান
চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৬টি নির্বাচিত যুব সংগঠনকে যুবকল্যাণ তহবিল থেকে পাওয়া ২০২৪-২০২৫ অর্থবছরের সোয়া ৮ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৬টি নির্বাচিত যুব সংগঠনকে যুবকল্যাণ তহবিল থেকে পাওয়া ২০২৪-২০২৫ অর্থবছরের সোয়া ৮ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।
মৎস্য চাষ, নকশিকাঁথা, গরু মোটাতাজাকরণ, ছাগল পালন, গাভী পালন, দর্জি বিজ্ঞান, সমন্বিত সবজি চাষ, বৃক্ষ রোপণ, হাঁস-মুরগি পালন প্রকল্প বাস্তবায়নের জন্য এই অনুদান প্রদান করা হয়।
এই ১৬টি যুব সংগঠনের মধ্যে গোমস্তাপুর উপজেলার মৌসুমি লতা মানবিক উন্নয়ন কেন্দ্রকে ৭৫ হাজার টাকা এবং অন্য ১৫টিকে ৫০ হাজার টাকা করে দেয়া হয়।
সংগঠনগুলো হলো— গোমস্তাপুর উপজেলার ইমামনগর মনের মিল মহিলা উন্নয়ন সমিতি, বসুন্ধরা নারী কল্যাণ সমিতি, ফেন্সি মহিলা সমিতি, শিশির মহিলা উন্নয়ন সমিতি, ক্রো-ম্যাগনন যুব উন্নয়ন সমিতি; নাচোল উপজেলার নাচোল ক্ষুদ্র নৃগোষ্ঠী যুব সংঘ, শানপুর যুব উন্নয়ন সোসাইটি; সদর উপজেলার আকুন্দবাড়িয়া যুব মহিলা সংস্থা, দুর্লভপুর সমাজসেবা যুব সংঘ, পলশা যুব মহিলা কল্যাণ সংস্থা, দিশারী দুস্থ মহিলা সংস্থা; শিবগঞ্জ উপজেলার সানফ্লাওয়ার যুব উন্নয়ন সমিতি, মাম প্রতিবন্ধী যুব উন্নয়ন সংস্থা, পরিবর্তন যুব সমাজ কল্যাণ সংস্থা ও সাহারা যুব উন্নয়ন ফাউন্ডেশন।
মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এই অনুদানের চেক বিতরণের আয়োজন করে।
জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ।
অনুষ্ঠানে অনুদানপ্রাপ্তদের মধ্যে বক্তব্য দেন— পলশা যুব মহিলা কল্যাণ সংস্থার শামসুন নাহার পলি ও শানপুর যুব উন্নয়ন সোসাইটির ফাইজুল কবির।
প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ সংগঠনের প্রতিনিধিদের উদ্দেশ্যে বলেন— মাদক আমাদের সমাজে একটি ঘাতক ব্যাধির মতো রূপ নিয়েছে। এখনই সময়, মাদকের সঙ্গে সংশ্লিষ্টদের বয়কট করা এবং এবং তাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা। এছাড়া আপনারা বাল্যবিয়ে প্রতিরোধেও ভূমিকা রাখতে পারেন।
উপপরিচালক আব্দুল মান্নান বলেন— যে যে প্রকল্পে টাকা পেলেন, সেই প্রকল্পগুলো সঠিকভাবে বাস্তবায়ন করবেন। যে কোনো সময় অডিট হবে, তখন যেন আপনারা প্রকল্পগুলো দেখাতে পরেন। তিনি জানান, অনলাইনে ১৮টি সংগঠন আবেদন করেছিল। তার মধ্যে যাচাই-বাছাইয়ে এই ১৬টি নির্বাচিত হয়। এদের মধ্যে ৭৫ হাজার টাকার অনুদানের চেকটি আজ ঢাকায় জাতীয় অনুষ্ঠানে প্রদান করা হয়।